দিঘার আকাশে রহস্যময় আলোর ঝলকানি, আসলে সফল উৎক্ষেপণ হল ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’

বুধবার সন্ধ্যায় দিঘার আকাশে দেখা গেল এক অদ্ভুত ও রহস্যময় দৃশ্য। ঝাউবনের উপর দিয়ে আকাশ চিরে ভেসে আসা শব্দহীন আলোর ঝলকানি দেখে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। কয়েক মুহূর্তের মধ্যে সেই আলো মিলিয়ে গেলেও তা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয় সৈকত শহরে। পরে অবশ্য সামনে আসে আসল সত্য। ওই আলোর উৎস ছিল ভারতের তৈরি এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
জানা গেছে, বুধবার বিকেলে ওড়িশার চাঁদিপুর থেকে পরীক্ষামূলকভাবে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৫’। ভারতীয় সেনার ‘স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড’-এর তত্ত্বাবধানে এই পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। উৎক্ষেপণের পর থেকেই মিসাইলটির উজ্জ্বল আলো দিঘার আকাশ থেকেও দৃশ্যমান ছিল। এই সফল উৎক্ষেপণের জন্য বঙ্গোপসাগরের নির্দিষ্ট এলাকায় ২০ থেকে ২১ অগাস্ট পর্যন্ত সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
সম্পূর্ণ নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটার এবং এটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ‘অগ্নি-৫’-এর সফল পরীক্ষা ভারতকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর তালিকায় নিয়ে এসেছে। পাশাপাশি, এটি দেশের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতাকেও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দিঘার আকাশে যা এক রহস্যময় আলোর ঝলকানি মনে হয়েছিল, তা আসলে ছিল ভারতের সামরিক শক্তির এক উজ্জ্বল প্রতীক।