৬ কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম এখন জলপাইগুড়িতে, বিজ্ঞান প্রদর্শনীতে ভিড়

অবিশ্বাস্য হলেও সত্যি! প্রায় ৬ কোটি বছরের পুরনো একটি ডাইনোসরের ডিম এবার জলপাইগুড়ি শহরের বুকে প্রদর্শিত হচ্ছে। শহরের নয়াবস্তির নাটা হাউসের পাশে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে এই বিরল প্রদর্শনী দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ডাইনোসরের ডিমের পাশাপাশি এখানে রয়েছে তাদের জীবাশ্ম, হাড় এবং বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য।
দেশের নামকরা ভূ-বিজ্ঞানীদের সহায়তায় এই অমূল্য সংগ্রহ জলপাইগুড়িতে আনা সম্ভব হয়েছে। প্রদর্শনীটির মূল আকর্ষণ ডাইনোসরের ডিমটি, যা কোটি কোটি বছর আগের পৃথিবীর এক জীবন্ত প্রমাণ। ক্লাবের সম্পাদক ড. রাজা রাউত বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরি করা। ভূ-বিজ্ঞানীদের সাহায্য ছাড়া এমন বিরল সংগ্রহ সামনে আনা সম্ভব হতো না।”
বিজ্ঞানীদের মতে, ডাইনোসররা প্রায় ১৬ কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে। তবে প্রায় সাড়ে ৬ কোটি বছর আগে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এই বিশাল প্রাণীগোষ্ঠী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। গবেষকদের ধারণা, আধুনিক পাখিদের উদ্ভব হয়েছে ডাইনোসরেরই একটি অংশ থেকে।
এই প্রদর্শনী শুধু কৌতূহলই নয়, দর্শকদের জন্য বিজ্ঞান ও ইতিহাসের এক অনন্য অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছে। কোটি বছরের পুরোনো এই সাক্ষাৎ প্রমাণ দেখতে জলপাইগুড়ির মানুষও যেন এক বিস্ময়ের জগতে প্রবেশ করেছেন।