জন্মদিনের অনুষ্ঠানে ধারালো অস্ত্রের কোপ, প্রেমিকার বাবার হাতে গুরুতর আহত যুবক

মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে তার প্রেমিকার বাবার বিরুদ্ধে। অভিযোগকারী ওই যুবকের বন্ধু জানিয়েছেন, জন্মদিনের কেকের ওপর ফেলে তাকে মারধর করা হয়, যার ফলে কেক রক্তে মাখামাখি হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানিতলার বাসিন্দা ওই তরুণী এবং যুবকের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেননি এবং একাধিকবার যুবককে সতর্কও করেছিলেন। সম্প্রতি তরুণীর জন্মদিনের অনুষ্ঠানে তার প্রেমিক বন্ধুদের নিয়ে হাজির হলে বাবা রাগে ফেটে পড়েন। অভিযোগ, রাগের মাথায় তিনি একটি ধারালো অস্ত্র নিয়ে যুবকের ওপর চড়াও হন।
ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন যুবক। তার বন্ধুর অভিযোগ, এতটাই রক্তক্ষরণ হয় যে কেকটিও রক্তে ভেসে যায়। কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিজেকে বাঁচান তিনি। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে প্রথমে নসিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় অভিযুক্ত বাবার বিরুদ্ধে রানিতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।