বারুইপুরে ডাকাতির ছক বানচাল, আগ্নেয়াস্ত্র-সহ ৪ দুষ্কৃতী গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে ডাকাতির একটি বড়সড় পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জাম-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এই দুষ্কৃতীরা কোনো বড় অপরাধ ঘটানোর উদ্দেশ্যেই ওই স্থানে জড়ো হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, গত রাতে বারুইপুর থানার অন্তর্গত টংতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন সন্দেহজনক ব্যক্তির একত্রিত হওয়ার খবর আসে। খবর পাওয়া মাত্রই সাব-ইন্সপেক্টর তুহিন মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ওই বাড়িটি ঘিরে ফেলে। এরপর চার ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তাদের তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে একটি দেশি ছোট আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, শাটার ভাঙার জন্য ব্যবহৃত একটি ১৭ ইঞ্চি লোহার বিশেষ যন্ত্র, একটি ভোজালি এবং একটি বড় ছোরা উদ্ধার হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতরা হলো জলম লস্কর, জুলফিকার মণ্ডল, সনত বৈরাগী এবং সুলতান চৌধুরী। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ডাকাতির উদ্দেশেই ওই বাড়িতে একত্রিত হয়েছিল। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামগুলো অপরাধমূলক কাজে ব্যবহার করা হতো বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।