বৌকে খুন করে দিদিকে প্রণাম, খুনি বলল, ‘আমি আসছি…’, ফের ভয়ঙ্কর কাণ্ড বাংলায়?

কোন্নগরের মাস্টারপাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনায় নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম অশোক চট্টোপাধ্যায় (৫৯), যিনি কোন্নগর পৌরসভার প্রাক্তন কর্মী। স্ত্রীকে খুনের পর তিনি তার দিদিকে প্রণাম করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে অশোক তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে (৫৮) খুন করেন বলে পুলিশের কাছে অভিযোগ এসেছে। বুধবার সকালে তিনি তার পাশের বাড়িতে থাকা দিদি চন্দনা চট্টোপাধ্যায়ের কাছে যান এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। চন্দনা দেবী তার চোখ ছলছল দেখে জানতে চান কী হয়েছে, তখন অশোক কেবল বলেন, “আমি দু’দিন পরে আসব।” সবিতার খোঁজ করলে তিনি বলেন, “সে আসছে।” এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।
পরে তিনি তার ত্রিবেণীতে থাকা বোনকে ফোন করে জানান যে তিনি তার স্ত্রীকে খুন করেছেন। খবরটি জানাজানি হতেই এলাকায় হইচই পড়ে যায়। এরপরই খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এসে দেখতে পায় ঘরের দরজায় তালা ঝোলানো। ঘরের ভেতরে সবিতার নিথর দেহ বিছানায় পড়ে আছে এবং তার গলায় একটি ওড়না জড়ানো। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে।
পরিবারের সদস্যদের মতে, অশোক ও সবিতার মধ্যে প্রায়ই পারিবারিক ঝামেলা হতো। এক সময় কোন্নগর পৌরসভায় কাজ করলেও পরে তাকে বসিয়ে দেওয়া হয়। এই কারণে অশোক মানসিক অবসাদে ভুগছিলেন এবং এটিই তাদের ঝামেলার মূল কারণ ছিল বলে দাবি পরিবারের। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়, যার পরিণতি এই মর্মান্তিক ঘটনা।
উত্তরপাড়া থানার পুলিশ দরজা ভেঙে সবিতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত অশোক চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।