দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক! ৫০টির বেশি স্কুলে হুমকি ইমেল, খবর পেতেই তল্লাশি শুরু পুলিশের

বুধবার সকালে আবার বোমাতঙ্কে আতঙ্ক ছড়াল দিল্লির স্কুলগুলিতে। ‘টেরোরাইজারস ১১১১’ নামে একটি ইমেল আইডি থেকে ৫০টিরও বেশি স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার দিল্লির স্কুলগুলিতে এ ধরনের হুমকি ইমেল পাঠানো হলো।

হুমকি পাঠানো ইমেলগুলিতে স্কুলগুলির কাছে ২৫ হাজার মার্কিন ডলার দাবি করা হয়েছে। এর আগে, গত সোমবারও দিল্লির ৩২টি স্কুলে একই ধরনের ইমেল এসেছিল। সেই ইমেলগুলি পাঠিয়েছিল ‘দ্য টেরোরাইজারস ১১১ গ্রুপ’। সেবার তাদের দাবি ছিল ক্রিপ্টোকারেন্সিতে ৫০০০ ডলার পাঠানো। পরপর দু’দিনের এই ঘটনায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দিল্লিতে স্কুলগুলিতে বোমাতঙ্কের ঘটনা নতুন নয়। গত বছর মে মাসেও প্রায় ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়। জুলাই মাসে পরপর তিন দিন আটটি স্কুলে একই ধরনের হুমকি ইমেল এসেছিল। শুধু স্কুল নয়, সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজেও একই ধরনের হুমকি এসেছিল, যেখানে বলা হয়েছিল যে কলেজে আইইডি ও আরডিএক্স রাখা হয়েছে। তবে, সব ক্ষেত্রেই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি।