OMG! মুম্বইয়ে ট্র্যাকে আটকে আস্ত মনোরেল, ক্রেনে করে নামিয়ে যাত্রীদের করা হলো উদ্ধার

প্রবল বৃষ্টিতে ফের একবার বিপর্যস্ত মুম্বই। লাগাতার ভারী বর্ষণের জেরে এবার উঁচু ট্র্যাকে আটকে পড়ল একটি মনোরেল, যার ফলে চরম দুর্ভোগে পড়েন কয়েকশো যাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ঘটা এই ঘটনায় মনোরেলের ভেতরের এসি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ চেম্বুর থেকে ভক্তি পার্কের দিকে যাওয়ার সময় মনোরেলটি হঠাৎ মাঝপথে থেমে যায়। ওই সময়ে ট্রেনটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে, যাদের সংখ্যা ৫০০-রও বেশি। দুর্ঘটনার পর ভেতর থেকে যাত্রীরা শ্বাসকষ্টের অভিযোগ করলে জরুরি পরিষেবার জন্য বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনে (বিএমসি) ফোন করা হয়।
খবর পেয়েই মুম্বই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অভিযান। উঁচু ট্র্যাকে আটকে থাকা যাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনতে ক্রেনের সাহায্য নেওয়া হয়। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই খবর নিশ্চিত করে জানান, আটকে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য তিনি দিতে পারেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শিন্ডে আরও জানান, গত ছয় ঘণ্টায় মুম্বইয়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অনেকেই জল এড়িয়ে চলাচলের জন্য মনোরেলের মতো গণপরিবহণের ওপর ভরসা করছিলেন। তিনি বলেন, সরকার এই পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করছে এবং প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে।
প্রসঙ্গত, মুম্বইয়ের মনোরেল পরিষেবা ২০১৪ সালে শুরু হয় এবং এর রুট ২০ কিলোমিটার দীর্ঘ, যা চেম্বুর থেকে সন্ত গাডগে মহারাজ চক পর্যন্ত বিস্তৃত। চেম্বুর, ওয়াডালা এবং সন্ত গাডগে মহারাজ নগর এই রুটের প্রধান স্টেশন।