অণ্ডালে ব্রেক ফেল করে ইসিএলের লরির ধাক্কা, মৃত ২ গবাদি পশু, ক্ষুব্ধ এলাকাবাসীর ভাঙচুর

মঙ্গলবার ইসিএলের পণ্যবাহী একটি লরির ধাক্কায় দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে অণ্ডাল থানার পড়াশকোল ভূত বাংলা এলাকায়। এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক লরিটিতে ভাঙচুর চালায়, যার ফলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশকে আসতে হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এই ধরনের দুর্ঘটনা শিল্পাঞ্চলে প্রায়শই ঘটছে। তাদের দাবি, ইসিএলের হয়ে চলাচলকারী বহু লরির ফিটনেস সার্টিফিকেট এবং ইন্সুরেন্স নেই। এমনকি গাড়িগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণও করা হয় না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করার কারণেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে গবাদিপশু দুটিকে ধাক্কা মারে। স্থানীয়দের আশঙ্কা, আজ গবাদি পশু মারা গেলেও, যেকোনো দিন মানুষও এর শিকার হতে পারে।

স্থানীয় বাসিন্দা রাজনাথ আহির জানান, এই ধরনের অনিয়মিত গাড়ির চলাচলের জন্য গাড়ির মালিক এবং ইসিএল কর্তৃপক্ষ— উভয়েই দায়ী। তিনি বলেন, “গাড়িগুলোর সঠিক মেরামত হয় না, আর ইসিএল কর্তৃপক্ষ কীভাবে এই ধরনের গাড়িগুলোকে চলার অনুমতি দেয়, সেটাই বড় প্রশ্ন।”

এদিকে, দুর্ঘটনার পর লরির মালিক মনোজ আগারওয়াল ঘটনাস্থলে এসে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে গাড়ির ফিটনেস ও ইন্সুরেন্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অণ্ডাল থানার এসিপি পিন্টু সাহা জানান, এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তিনি আরও বলেন, গবাদিপশু প্রতিপালকদের উদাসীনতার কারণেই প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে থাকে।