কুকুর পুষলে লাইসেন্স বাধ্যতামূলক, কড়া নির্দেশিকা জারি করলো হাওড়া পুরনিগম

এবার কলকাতা পুরসভার পথেই হাঁটছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (HMC)। শহরের জনস্বাস্থ্য রক্ষা এবং জলাতঙ্ক সংক্রমণ রোধের লক্ষ্যে আগামী সেপ্টেম্বর থেকে হাওড়ায় চালু হচ্ছে ‘ডগ লাইসেন্সিং সিস্টেম’। এই নতুন নিয়ম অনুযায়ী, বাড়িতে বিদেশি জাতের যেকোনো কুকুর পোষার জন্য পুরসভা থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এর প্রধান উদ্দেশ্য হলো পোষ্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং একই সঙ্গে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
নতুন নিয়ম অনুযায়ী, লাইসেন্স পেতে হলে প্রতিটি কুকুরের অ্যান্টি-রেবিস ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা আবশ্যক। এই লাইসেন্সিংয়ের মাধ্যমে প্রশাসন সহজেই পোষা প্রাণীদের স্বাস্থ্য এবং অবস্থান সম্পর্কে নজর রাখতে পারবে। এর ফলে যে সমস্ত কুকুর মালিক শখ করে বিদেশি কুকুর পোষেন কিন্তু সময় মতো তাদের টিকাকরণ করান না, সেই প্রবণতাও কমবে।
হাওড়া পুর নিগমের ডা. সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আপাতত এই নিয়ম বিদেশি ও মিক্স ব্রিডের কুকুরের মালিকদের জন্য প্রযোজ্য। তবে ভবিষ্যতে পোষা পাখি ও অন্যান্য বিদেশি পাখির ক্ষেত্রেও এই নিয়ম চালু করা হতে পারে।
কীভাবে পাওয়া যাবে লাইসেন্স?
এই লাইসেন্স পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করা যাবে। আবেদন করার জন্য মালিকের আধার কার্ড এবং কুকুরের ভ্যাকসিনেশন সার্টিফিকেট (মূলত অ্যান্টি-রেবিস শট) প্রয়োজন হবে।
প্রতি বছর লাইসেন্স রিনিউ করতে হবে এবং এর ফি বাবদ বছরে ১৫০ টাকা জমা দিতে হবে। ডা. সুজয় চক্রবর্তী জানিয়েছেন, নিয়ম না মানলে প্রথমে মালিকদের সচেতন করা হবে। তাতেও কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কুকুরপ্রেমী ও সমাজকর্মী রূপিন্দর সিং পারমার হাওড়া পুর নিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, “শুধু নিয়ম করলেই হবে না, তা কঠোরভাবে প্রয়োগও করতে হবে।” অন্যদিকে, একজন পশুচিকিৎসক ডা. পিয়ালি ঘোষ প্রশ্ন তুলেছেন, “যদি কোনো কুকুর হারিয়ে যায়, তাহলে এই লাইসেন্স তাকে খুঁজে পেতে কতটা সাহায্য করবে?”
পুরসভা জানিয়েছে, এই লাইসেন্স ব্যবস্থা কেবল জনস্বাস্থ্য রক্ষাই নয়, পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধেও সাহায্য করবে। যদি কোনো মালিক তার পোষা প্রাণীর সঙ্গে অমানবিক আচরণ করেন, তা লাইসেন্স রিনিউয়ের সময় ধরা পড়ে যাবে। শীঘ্রই এই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হবে বলেও পুরকর্তারা জানিয়েছেন।