আমির খানের ‘অবৈধ সন্তান’ ও পরকীয়া প্রেমিকা দাবি করা কে এই জেসিকা? জেনেনিন পরিচয়

বলিউডের তারকা আমির খান ও ব্রিটিশ সাংবাদিক জেসিকা হিন্সের সম্পর্ক নিয়ে পুরোনো গুঞ্জন আবারও প্রকাশ্যে এসেছে, তবে এবার নতুন এক মোড় নিয়ে। এই চাঞ্চল্যকর খবরটি সামনে এনেছেন খোদ আমিরের ছোট ভাই ফয়সাল খান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ফয়সাল সরাসরি অভিযোগ করেন, রীনা দত্তের সঙ্গে আমিরের বৈবাহিক সম্পর্ক চলাকালীনই তাদের একটি অবৈধ সন্তান আছে, যার নাম ‘জান’।

ফয়সালের ভাষায়, “আমিরের বিয়ে হয়েছিল, রীনার সঙ্গে বিচ্ছেদও হয়। তারপর ওর সম্পর্ক গড়ে ওঠে জেসিকা হিন্সের সঙ্গে। তাদের একটি অবৈধ সন্তানও আছে— যার নাম জান।” তিনি আরও দাবি করেন, এই ঘটনা সেই সময়ে ঘটে যখন আমির কিরণ রাওয়ের সঙ্গে বসবাস করছিলেন।

গুঞ্জন থেকে বিতর্ক

ব্রিটিশ সাংবাদিক ও লেখক জেসিকা হিন্স নব্বই দশকের শেষ দিকে ভারতে এসেছিলেন অমিতাভ বচ্চনের জীবনী লেখার সূত্রে। সে সময় ‘ঘুলাম’ সিনেমার শুটিং চলাকালীন আমির খানের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০০৫ সালে ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে একটি প্রতিবেদনে দাবি করা হয়, তারা কিছুদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং জেসিকা অন্তঃসত্ত্বা হন। অভিযোগ ওঠে, আমির গর্ভপাতের পরামর্শ দিলেও জেসিকা তা শোনেননি। এরপর তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন, যার নাম দেন জান।

সোশ্যাল মিডিয়ায় জানের ছবি ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রায়শই তার চেহারার সঙ্গে আমির খানের চেহারার মিল খুঁজে পান। ব্রিটিশ ‘ভোগ’ ম্যাগাজিনেও জানের ছবি প্রকাশিত হয়েছিল, যা এই জল্পনাকে আরও উসকে দেয়।

পরিবারের দাবি: ফয়সাল মানসিকভাবে অসুস্থ

এসব গুঞ্জন এবং প্রতিবেদনের বিষয়ে আমির খান বরাবরই নীরব থেকেছেন। তিনি কখনো প্রকাশ্যে জেসিকা হিন্স কিংবা তাদের সন্তানের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে সম্প্রতি ফয়সালের এই বিস্ফোরক মন্তব্যের পর আমির খানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফয়সাল মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। তার মন্তব্যগুলোকে তাই গুরুত্ব না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ফয়সাল সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজ পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেন।