“প্যান্ট পরতেও কষ্ট হয়, টাল সামলাতে পারি না”-জানালেন অমিতাভ, কী অবস্থা শরীরের?

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন ৮২ বছর বয়সেও সিনেমার পর্দায় নিজের দাপট বজায় রেখেছেন। কিন্তু সম্প্রতি তিনি অকপটে নিজের ব্লগে স্বীকার করেছেন, বয়স তার শরীরে প্রভাব ফেলেছে এবং এখন অনেক সাধারণ কাজই তার জন্য কঠিন হয়ে পড়েছে। তার এই কথা শুনে ভক্তদের মন ভারাক্রান্ত।
১৭ আগস্ট একটি অনুষ্ঠানে অমিতাভ জানান, বয়সজনিত কারণে তার প্রতিদিনের অভ্যাসে অনেক পরিবর্তন এসেছে। তিনি বলেন, তার শরীরের ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হচ্ছে। এর ফলে ঘরের চারপাশে সাপোর্ট বার লাগিয়েছেন, যাতে ভারসাম্য বজায় রাখতে পারেন। তিনি আরও বলেন, কিছু বছর আগেও যে কাজগুলো তিনি অনায়াসে করে ফেলতে পারতেন, এখন সেগুলোর জন্য বারবার চেষ্টা করতে হয় এবং অতিরিক্ত সতর্ক থাকতে হয়।
উদাহরণ হিসেবে অমিতাভ বলেন, চিকিৎসকের পরামর্শে এখন তিনি বসে প্যান্ট পরেন, কারণ দাঁড়িয়ে পরতে গেলে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি, টেবিল থেকে একটি কাগজ কুড়িয়ে নিতে গেলেও তাকে হ্যান্ড বারের ওপর ভরসা করতে হয়। তিনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবার সঙ্গেই এমনটা ঘটবে। এটা জীবনের এক বাস্তব সত্য এবং যেদিন আমরা পৃথিবীতে আসি, সেদিন থেকেই আমাদের জীবনের শেষ নির্ধারিত হয়ে থাকে।
শারীরিক সমস্যা সত্ত্বেও, এই বর্ষীয়ান অভিনেতা তার অভিনয় জীবন ছাড়তে রাজি নন। ঋভু দাশগুপ্তের ‘সেকশন-৮৪’ এবং নাগ অশ্বীনের ‘কলকি ২৮৯৮ এডি’-এর সিকুয়েলে তাকে দেখা যাবে। এছাড়া তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-টিও চালিয়ে যেতে চান। অমিতাভ বচ্চন তার ট্রেডমার্ক ক্যারিশমা দিয়ে দর্শকদের মন জয় করার কোনো সুযোগই ছাড়তে রাজি নন।