নীল-সাদায় মোনামী, পুজোর আগে নতুন চমক! লঞ্চ করলেন নিজস্ব মিউজিক লেবেল

জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ এবার নতুন ভূমিকায়। তিনি সম্প্রতি তার নতুন মিউজিক লেভেল ‘এম মিউজিক’ লঞ্চ করেছেন। এই লঞ্চ ইভেন্টে মনামীকে দেখা গেছে এক ভিন্ন সাজে। তিনি বলেন, “যারা লাল আলতায় সাজেন, তাদের বলব সামনের কয়েক দিন নীল আলতায় সাজতে পারেন।” এই রহস্যময় মন্তব্যের কারণ হিসেবে তিনি জানান, এর সঙ্গে তার আসন্ন পূজার নতুন গানের একটি সম্পর্ক রয়েছে।
‘আইলো উমা বাড়িতে’ গানের সাফল্য ও নতুন উদ্যোগ
মনামী তার প্রযোজনা সংস্থা ‘ভিটামিন এম এন্টারটেইনমেন্ট’ আগেই শুরু করেছিলেন। সেই সংস্থার প্রথম গান, ‘আইলো উমা বাড়িতে’ দুর্গাপূজার সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এবং গানটি নিয়ে ইনস্টাগ্রামে অসংখ্য রিল তৈরি হয়েছিল। সেই সাফল্যের পর গত বছর তিনি কোনো নতুন গান আনেননি। তবে এবার পূজা উপলক্ষে নতুন গান নিয়ে আসার আশ্বাস দিয়েছেন অভিনেত্রী।
এই নতুন মিউজিক লেভেলের অনুষ্ঠানে তার বিশেষ বন্ধু এবং প্রযোজনা সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি সৈকত বারুরীও উপস্থিত ছিলেন। তিনি জানান, বর্তমানে তাদের পরিকল্পনা কেবল গান তৈরির মধ্যেই সীমাবদ্ধ। ভবিষ্যতে অন্য কিছু তৈরি হবে কিনা, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।
নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার ভাবনা
মনামী তার নতুন লেভেলের মাধ্যমে নতুন প্রতিভাদের সুযোগ দিতে আগ্রহী। তিনি বলেন, “আমার আগের মিউজিক ভিডিয়োতেও কিছু নতুন মুখ কাজ করেছিল।” নতুন গানেও তিনি নতুন প্রতিভাদের সুযোগ দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন। অভিনেত্রীর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পূজার আগে মনামী কী চমক নিয়ে আসেন। পোশাকে এবং সাজসজ্জায় তার পরীক্ষামূলক রুচি এবারও বেশ প্রশংসিত হয়েছে।