মমতার ‘শ্রমশ্রী’ প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ শমীক ভট্টাচার্যর! বলে দিলেন চরম কথা….

পশ্চিমবঙ্গ সরকারের নতুন ‘শ্রমশ্রী’ প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রকল্পকে লোকদেখানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।

শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা করছেন, অথচ কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা মেটানোর ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। গরীব মানুষকে ভাতে মারছে তার সরকার।”

তিনি আরও বলেন, রাজ্য সরকার যদি সত্যিই শ্রমিকদের কল্যাণ চায়, তাহলে কেন তারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা চাইতে সুপ্রিম কোর্টে যাচ্ছে না? শমীকের মতে, এই ধরনের নতুন প্রকল্প ঘোষণা করা আসলে আসন্ন নির্বাচনের আগে জনগণের চোখে ধুলো দেওয়ার একটি কৌশল মাত্র।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে শমীক ভট্টাচার্যের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে যখন কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।