রাহুল গান্ধীর গাড়ির ধাক্কায় আহত পুলিশকর্মী, ‘ভোটার অধিকার যাত্রার’ মাঝে হুলুস্থূল বিহারে, দেখুন ভিডিও

বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’- চলাকালীন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গয়ার রাস্তায় কংগ্রেস সাংসদের গাড়ির ধাক্কায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনার পর রাহুল গান্ধী নিজে গাড়ি থেকে নেমে আহত পুলিশ কর্মীর খোঁজ নেন।

মঙ্গলবার রাহুল গান্ধীর কনভয় যখন গয়ার রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই সময় হঠাৎ করে তার গাড়ি এক পুলিশ কনস্টেবলকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ওই পুলিশ কর্মী সঙ্গে সঙ্গে রাস্তার উপর পড়ে যান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্যটি ধরা পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মীর আহত হওয়ার খবর পেয়ে রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে তার গাড়ি থামিয়ে নেমে আসেন। তিনি আহত পুলিশ কর্মীর কাছে গিয়ে তার অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তার এই তৎপরতা দেখে ঘটনাস্থলে উপস্থিত মানুষজন এবং পুলিশের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়।

এই ঘটনাটি রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-র দিনে ঘটায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। রাহুল গান্ধীর এই যাত্রা বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে এবং এটি ১৬ দিন ধরে চলবে বলে জানা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Asian News International (@ani_trending)