নীল আলতা, সাদা শাড়িতে সেজে মিউজিক লেবেল লঞ্চ করলেন মনামী ঘোষ, দুর্গাপূজায় নতুন গানের ইঙ্গিত!

অভিনেত্রী মনামী ঘোষ আসন্ন দুর্গাপূজার আগে তার নতুন মিউজিক ভিডিওর ঘোষণা করলেন। এই উপলক্ষে তিনি নিজের প্রযোজনা সংস্থা ‘ভিটামিন এম এন্টারটেইনমেন্ট’-এর নতুন মিউজিক লেবেল ‘এম মিউজিক’ চালু করেছেন। অনুষ্ঠানে মনামীর নীল-সাদা সাজ নজর কেড়েছে।
অনুষ্ঠানে মনামীকে একটি সাদা শাড়ির সঙ্গে কপালে নীল টিপ, হাতে নীল আলতা এবং গলায় তিনটি নীল বিন্দুতে দেখা যায়। এই ব্যতিক্রমী সাজের রহস্য নিয়ে মনামী বলেন, “যাঁরা লাল আলতায় সাজেন, তাঁদের বলি, সামনের কয়েক দিন নীল আলতায় সাজতে পারেন। এর সঙ্গে এই পুজোতে আমি যে মিউজিক ভিডিও আনছি, তার সম্পর্ক রয়েছে।” তিনি জানান, এখনই এর কারণ বলবেন না, তবে এটি দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
মনামীর প্রযোজনা সংস্থার প্রথম গান ‘আইলো উমা বাড়িতে’ গত বছর দুর্গাপূজার সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এবং অসংখ্য রিল তৈরি হয়েছিল। গত বছর আরজি কর কাণ্ডের কারণে নতুন গান নিয়ে আসেননি তিনি, তবে এবার পূজার আগে নতুন গান আনার আশ্বাস দিয়েছেন। মনামীর বিশেষ বন্ধু এবং প্রযোজনা সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য সৈকত বারুরী জানান, আপাতত শুধু গান তৈরির পরিকল্পনা রয়েছে।
মনামী তার প্রযোজনা সংস্থার মাধ্যমে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার ব্যাপারেও আগ্রহী। তিনি বলেন, আগের মিউজিক ভিডিওতেও কিছু নতুন মুখ কাজ করেছিলেন। এবারেও তার ব্যতিক্রম হবে না। মনামীর এই নতুন উদ্যোগ এবং তার সাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।