OMG! রান্নার পোড়া তেলেই তৈরি হচ্ছে বিমানের জ্বালানি, ঐতিহাসিক পদক্ষেপ ইন্ডিয়ান অয়েলের

ব্যবহৃত রান্নার তেল সাধারণত বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়, কিন্তু সেই পোড়া তেল দিয়েই এবার বিমানের জ্বালানি তৈরি করছে ইন্ডিয়ান অয়েল। হরিয়ানার পানিপত রিফাইনারিতে এই নতুন ধরনের জ্বালানি (Sustainable Aviation Fuel বা SAF) উৎপাদন করা হচ্ছে। ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান অরবিন্দর সাহানি জানিয়েছেন, তাদের এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (ICAO) থেকে এই জ্বালানি ISCC (International Sustainability and Carbon Certification) সার্টিফিকেট পেয়েছে, যা কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে এক বড় পদক্ষেপ। প্রচলিত বিমানের জ্বালানি, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) পেট্রোলিয়াম থেকে তৈরি হলেও, এই নতুন জ্বালানি তৈরি হচ্ছে নন-পেট্রোলিয়াম উৎস থেকে। মজার বিষয় হলো, এই SAF ৫০ শতাংশ পর্যন্ত এটিএফ-এর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। ভারত ২০২৭ সাল থেকে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে ১ শতাংশ SAF মিশিয়ে জ্বালানি সরবরাহ করতে পারবে এবং পরের বছর থেকে তা ২ শতাংশে উন্নীত করা হবে।
ইন্ডিয়ান অয়েল দেশের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং খাদ্য প্রস্তুতকারী সংস্থা থেকে ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করে। হলদিরামের মতো বড় সংস্থার সঙ্গেও তাদের এই বিষয়ে চুক্তি আছে। এই বর্জ্য তেল সংগ্রহ করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান।
তিনি আরও বলেছেন, “আমরা দেশের প্রথম সংস্থা হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। এই বছরের মধ্যে আমরা ৩৫ হাজার টন SAF তৈরি করব।” তিনি আশা করছেন, ভবিষ্যতে এর উৎপাদন আরও বাড়ানো যাবে। স্পাইসজেট এবং ইন্ডিগোর মতো কিছু বিমান সংস্থা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে SAF মিশ্রিত জ্বালানি ব্যবহার করে উড়ান চালিয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পর এই উদ্যোগ আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।