স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ তরুণ-তরুণী, খালে নেমে মিলল যুবকের দেহ

স্কুটার চালানো শিখতে গিয়ে এক যুবক ও যুবতীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল আনন্দপুরে। তবে মঙ্গলবার সকালে সেই ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। স্থানীয় একটি খাল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন যুবতী। এই ঘটনায় রহস্য আরও গভীর হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ যুবতীর নাম রনিতা বৈদ্য (২৩) এবং নিখোঁজ যুবকের নাম রোহিত আগরওয়াল। সোমবার রাতে তারা দু’জনে স্কুটার শেখার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু অনেক রাত হয়ে গেলেও তারা আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে আনন্দপুরে একটি খালের পাশে তাদের স্কুটার ও মোবাইল ফোন উদ্ধার হয়।

প্রাথমিকভাবে স্থানীয়দের অভিযোগ ছিল, স্কুটার শেখানো নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয় এবং রোহিত রনিতাকে মারধর করে খালে ফেলে পালিয়েছেন। পরিবারের সদস্যরাও একই অভিযোগ তোলেন। এরপর আনন্দপুর থানা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি ডেকে সোমবার গভীর রাতে খালে তল্লাশি শুরু হয়।

কিন্তু মঙ্গলবার সকালে খাল থেকে উদ্ধার হয় রোহিত আগরওয়ালের দেহ। তার হাতের মুঠোয় স্কুটির চাবি পাওয়া গেছে। এই ঘটনায় পুরো গল্পের মোড় ঘুরে গেছে। এখন প্রশ্ন উঠছে, যদি রোহিতই খালে পড়ে গিয়ে মারা যান, তাহলে রনিতা কোথায় গেলেন? তিনি কি রোহিতকে ধাক্কা দিয়েছিলেন? নাকি অন্য কোনো ঘটনা ঘটেছে? এই মুহূর্তে পুলিশ রনিতার খোঁজ চালাচ্ছে এবং রোহিতের মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।