“বয়স্ক ও অসুস্থ মক্কেল….”- IC-র মা-বউ তুলে গালিগালাজ কাণ্ডে জামিন পেলেন অনুব্রত মন্ডল

জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সম্প্রতি বোলপুর থানার ইন-চার্জ (IC)-কে ফোনে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন তিনি।

সোমবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বণিকব্রত দত্তের এজলাসে অনুব্রত মণ্ডল তার অসুস্থতা এবং বয়সকে কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে এবং জামিন দেয়। এ বিষয়ে অনুব্রতর আইনজীবী জানান, আদালত তার মক্কেলের জামিন মঞ্জুর করেছে এবং কোনো শর্ত আরোপ করেনি।

সম্প্রতি একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যেখানে শোনা যায় এক ব্যক্তি ফোনে অন্য এক ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। অভিযোগ ওঠে যে ওই ব্যক্তি অনুব্রত মণ্ডল এবং ফোনের অন্য প্রান্তে ছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদার। আইসি-কে গালাগাল করার পাশাপাশি তার স্ত্রী এবং মা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ।

এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। দলীয় শীর্ষ নেতৃত্বের চাপের মুখে অনুব্রত তার আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন। আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বি এন এস আইনের ২২৪, ১৩২, ৩৫১ ও ৭৫ ধারায় অনুব্রতর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যদিও অনুব্রত মণ্ডলের অনুগামীরা দাবি করেছিলেন যে এই অডিও ক্লিপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অনুব্রতকে দুবার সমন পাঠিয়েছিল। যদিও তিনি প্রথম দুবার হাজিরা দেননি, পরে বোলপুরের এসডিপিও অফিসে গিয়ে তিনি হাজিরা দেন। অবশেষে এই মামলায় আত্মসমর্পণ করে তিনি জামিন পেলেন।