‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্ক! শাশ্বত চট্টোপাধ্যায়ের দাবি মিথ্যা, পাল্টা কটাক্ষ বিবেকের

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে বিতর্ক যেন থামছেই না। এই ছবিতে অভিনয় করা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন, তিনি জানতেন না যে ছবিটি বাংলাকে নিয়ে তৈরি হচ্ছে। তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে পরিচালক বিবেক অগ্নিহোত্রী পাল্টা অভিযোগ করেছেন, শাশ্বত ‘যা বলতে বলা হয়েছে তাই বলেছেন’।
বিবেকের কড়া জবাব
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “শাশ্বত ভারতের অন্যতম সেরা অভিনেতা। দারুণ দারুণ ছবিতে তিনি কাজ করেছেন। আমার ছবিতেও তিনি এমন অভিনয় করেছেন, যার জন্য তিনি জাতীয় পুরস্কারও পেতে পারেন।” এরপরই তিনি বলেন, “এই ছবিতে শাশ্বত মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। পুরো ছবিটিই বাংলাকে কেন্দ্র করে। প্রচুর বাঙালি অভিনেতা এতে কাজ করেছেন। ছবির নাম অনেক আগেই বদলে গিয়েছিল, এমনকি পোস্টার মুক্তির পর সবাইকে তা পাঠানোও হয়েছিল।”
বিবেক অগ্নিহোত্রীর মতে, শাশ্বতর এমন মন্তব্য করাটা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “এখন যদি কেউ এমন মন্তব্য করে যে, তিনি জানতেন না, সেক্ষেত্রে আমার সত্যিই কিছু বলার নেই। আসলে বাংলার মাটিতে শাশ্বতকে যা বলতে বলা হয়েছে, তাই বলেছেন। ওঁর কিছু করার নেই।”
শাশ্বতর পূর্বের বক্তব্য
এর আগে এক সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, ছবির শুটিংয়ের সময় এর নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। কিন্তু কাজ শেষ হওয়ার পর তিনি জানতে পারেন নাম পালটে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়েছে। তিনি এও বলেন যে, ‘ছবিটি না দেখা পর্যন্ত আমি বুঝতে পারব না কেন এমনটা হয়েছে।’ ইতিহাস বিকৃতির অভিযোগ প্রসঙ্গে তিনি নিজেকে কেবল একজন অভিনেতা হিসেবে তুলে ধরে বলেন, তার কাজ শুধু অভিনয় করা, ইতিহাস বিচার করা নয়। তিনি অভিযোগ করেন যে অভিনেতাদের পুরো চিত্রনাট্য জানানো হয় না, শুধু তাদের চরিত্রের অংশটুকু দেওয়া হয়।
এই পাল্টাপাল্টি মন্তব্যে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে, বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে।