ধনখড়ের পরে কে? TMC চাইছে অরাজনৈতিক ব্যক্তি, উপরাষ্ট্রপতি পদে বিরোধী জোটের সম্ভাব্য ৩ প্রার্থী

এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়ার পর এবার রাজনৈতিক মহলের নজর বিরোধী দলগুলোর INDIA জোটের দিকে। কে হবেন তাদের প্রার্থী, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিরোধী দলগুলো।
জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে INDIA জোটের প্রতিনিধিরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। সেখানেই একাধিক নামের তালিকা থেকে একজনকে বেছে নেওয়া হবে।
আলোচনায় উঠে আসা কয়েকটি নাম:
বিভিন্ন সূত্র থেকে যে নামগুলো আলোচনায় উঠে আসছে, তার মধ্যে রয়েছেন ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাই, যিনি চন্দ্রযান-১ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও, তামিলনাড়ুর ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও বিশিষ্ট ইতিহাসবিদ তুষার গান্ধীর নামও রয়েছে এই তালিকায়। একইসঙ্গে, মহারাষ্ট্রের একজন দলিত বুদ্ধিজীবীকে প্রার্থী করার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।
তৃণমূলের অবস্থান:
এই বিষয়ে তৃণমূলের মত হলো, উপরাষ্ট্রপতি নির্বাচনকে সংবিধান ও গণতন্ত্র রক্ষার আদর্শগত লড়াই হিসেবে দেখা উচিত। তাই একটি শক্তিশালী এবং সর্বসম্মত প্রার্থী দেওয়ার পক্ষে তারা। তৃণমূল নেতৃত্ব বিশেষত একজন অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করার পক্ষপাতী। তাদের আশা, মঙ্গলবারই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে।