Google Pixel-এর নতুন ফোল্ডেবল ফোন, জেনেনিন কী কী রয়েছে বিশেষ ফিচার

স্মার্টফোনের বাজারে ফোল্ডেবল বা ভাঁজ করা ফোনের চাহিদা বাড়ছে। স্যামসাং, শাওমি, ওয়ানপ্লাস এবং মটোরোলার মতো সংস্থাগুলো ইতোমধ্যেই তাদের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে। এবার এই তালিকায় যোগ দিতে চলেছে গুগল। শিগগিরই বাজারে আসতে চলেছে গুগলের নতুন ফোল্ডেবল ফোন, যার নাম পিক্সেল ১০ প্রো ফোল্ড। যদিও ফোনটি এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি, তবে এর কিছু স্পেসিফিকেশন ইতোমধ্যে ফাঁস হয়েছে।
জানা গেছে, নতুন এই ফোল্ডেবল ফোনে থাকবে গুগল টেনসর জি৫ প্রসেসর এবং টেনসর এম২ সিকিউরিটি চিপ। ফোনটির বাইরের দিকে থাকবে ৬.৪ ইঞ্চির ওলেড কভার ডিসপ্লে, যা ভাঁজ করা অবস্থায় ব্যবহার করা যাবে। ফোনটি খুললে এর স্ক্রিনের আকার হবে ৮ ইঞ্চি। এটি ৫ হাজার ১৫ এমএএইচ ব্যাটারি সহ আসবে।
শক্তিশালী ক্যামেরা এবং স্টোরেজ
ক্যামেরা নিয়ে উৎসাহীদের জন্য সুখবর। পিক্সেল ১০ প্রো ফোল্ডে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মূল ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া থাকবে ১০.৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০.৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে থাকবে ১০ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোন ব্যবহার করে ৪কে ভিডিও রেকর্ডিংও করা যাবে।
স্টোরেজ এবং র্যামের ক্ষেত্রেও এটি গ্রাহকদের হতাশ করবে না। শোনা যাচ্ছে, এতে ১৬ জিবি র্যাম থাকবে। ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১টিবি – এই তিনটি ভিন্ন বিকল্পে পাওয়া যাবে। স্টোরেজের আকারের উপর ভিত্তি করে দামেও তারতম্য হবে।
অপারেটিং সিস্টেম ও অন্যান্য ফিচার
পিক্সেল ১০ প্রো ফোল্ড চলবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে। গুগল এই ফোনে ৭ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি আপডেটের সুবিধা দেবে। এর দাম সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে শোনা যাচ্ছে যে এতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ফিচারগুলো ইনবিল্ট থাকবে। এই ফোনটি মোবাইলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।