গণেশ চতুর্থী কবে? ২৬ নাকি ২৭ অগাস্ট? জেনে নিন বাংলা পঞ্জিকা মতে সঠিক তারিখ ও শুভ সময়

প্রতি বছর দুর্গাপুজোর আগেই ধরণীতে আসেন সিদ্ধিদাতা গণেশ। গণেশ চতুর্থী অর্থাৎ গণপতির জন্মদিন এই বছর বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দুর্গাপুজো এগিয়ে আসার কারণে এই উৎসবও এগিয়ে এসেছে। এই বছর গণেশ চতুর্থী ঠিক কবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। চলুন, দেখে নেওয়া যাক বাংলা পঞ্জিকা কী বলছে।

২৬ নাকি ২৭ অগাস্ট?
স্কন্দপুরাণ অনুসারে, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয়। এই বছর ক্যালেন্ডার অনুযায়ী ২৭ অগাস্ট তারিখটি গণেশ চতুর্থী হিসেবে চিহ্নিত। তবে, বাংলা পঞ্জিকা অনুসারে তিথির কিছু হেরফের রয়েছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

চতুর্থী তিথি আরম্ভ: বাংলা তারিখ অনুযায়ী ৯ ভাদ্র, মঙ্গলবার (২৬ অগাস্ট)। সময়: দুপুর ১টা ৫৬ মিনিট।

চতুর্থী তিথি শেষ: বাংলা তারিখ অনুযায়ী ১০ ভাদ্র, বুধবার (২৭ অগাস্ট)। সময়: দুপুর ৩টে ৪৫ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

চতুর্থী তিথি আরম্ভ: বাংলা তারিখ অনুযায়ী ৯ ভাদ্র, মঙ্গলবার (২৬ অগাস্ট)। সময়: দুপুর ১২টা ৫২ মিনিট ৮ সেকেন্ড।

চতুর্থী তিথি শেষ: বাংলা তারিখ অনুযায়ী ১০ ভাদ্র, বুধবার (২৭ অগাস্ট)। সময়: দুপুর ২টো ১৮ মিনিট ৩১ সেকেন্ড।

গণেশ পুজোর শুভ সময়
যদিও চতুর্থী তিথি দু’দিন ধরে থাকছে, ২৭ অগাস্টই পুজোর জন্য সবচেয়ে শুভ সময়। দুই পঞ্জিকা মতেই এই দিনে পুজো করার কথা বলা হয়েছে। ২৭ অগাস্ট সকাল ১১টা ০৫ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় রয়েছে। এই সময়ের মধ্যে ভক্তরা গণেশ পুজো করতে পারবেন।