তিনটি মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী মোদী, উপস্থিত থাকছেন কি মুখ্যমন্ত্রী মমতা?

চলতি মাসের ২২শে আগস্ট কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে একাধিক রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।
যে তিনটি রুটের উদ্বোধন হতে চলেছে সেগুলি হলো— নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর, রুবি থেকে বেলেঘাটা স্টেশন এবং শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সংযোগকারী মেট্রো লাইন। পুজোর ঠিক আগে এই বড় ধরনের পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ।
বিভিন্ন সূত্র অনুযায়ী, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। প্রথমত, রাজ্য সরকার সম্প্রতি কেন্দ্রের বিরুদ্ধে ‘ভাষা সন্ত্রাসের’ অভিযোগ তুলে সরব হয়েছে। তাদের অভিযোগ, ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে হেনস্তা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্তাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে চাইছেন মুখ্যমন্ত্রী।
দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই মেট্রো প্রকল্পগুলোর পরিকল্পনা এবং অর্থ বরাদ্দ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেলমন্ত্রী থাকাকালীন সময়ে করেছিলেন। এখন ভোটের আগে বিজেপি এই প্রকল্পগুলোর উদ্বোধন করে নিজেদের কৃতিত্ব দাবি করতে চাইছে। তৃণমূল এটিকে রাজনৈতিক ‘চক্রান্ত’ হিসেবে দেখছে।
এর আগেও সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগ উঠেছিল। বিজেপি সমর্থকরা তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দিয়েছিলেন, যা এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। ভবিষ্যতে এমন কোনো অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোর জন্যও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
যদিও মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকছেন না, তৃণমূল কংগ্রেস সূত্র জানিয়েছে, দলটি এই সুযোগকে কাজে লাগিয়ে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের করা কাজগুলো ব্যাপকভাবে প্রচার করবে। দলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় তাঁর উন্নয়নমূলক কাজের বিষয়টিও তুলে ধরা হবে।