পুতিনকে দেওয়া চিঠিতে কী লিখলেন মেলানিয়া? জেনেনিন চিঠির বিষয়বস্তু সম্পর্কে

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তিনি ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আলাস্কার অ্যাঙ্কোরেজে পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় মেলানিয়ার লেখা চিঠিটি পুতিনের হাতে তুলে দেন। কর্মকর্তারা চিঠির বিষয়বস্তু প্রকাশ না করলেও জানান, এতে ইউক্রেন যুদ্ধে অপহৃত হওয়া শিশুদের দুর্দশার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন মেলানিয়া। উল্লেখ্য, স্লোভেনিয়ান বংশোদ্ভূত মেলানিয়া ট্রাম্প আলাস্কা সফরে যাননি।
ইউক্রেন সরকার অভিযোগ করেছে যে, হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া অথবা রাশিয়ার দখলকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। পরিবার এবং অভিভাবকের সম্মতি ছাড়া শিশুদের এভাবে সরিয়ে নেওয়াকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং জাতিসংঘের চুক্তি অনুযায়ী, এটি গণহত্যার সমান অপরাধ।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে বলেছেন, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মেলানিয়া ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই কাজকে “সত্যিকারের মানবিক কাজ” হিসেবে অভিহিত করেছেন।
মস্কো অবশ্য দাবি করেছে যে, তারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করেছে। অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে লাখ লাখ শিশু অমানবিক পরিস্থিতির শিকার হয়েছে এবং তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক হয়। তবে সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধের জন্য কোনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।