শেখ মুজিবের মৃত্যুদিবসে শোক পালনে বাধা, তারেক জিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ তথাগত রায়

বাংলাদেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তারেক জিয়ার নির্দেশে বিএনপি কর্মীরা এই বাধা দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
শনিবার তথাগত রায় তার এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “শোক দিবসটি মানুষকে পালন করতে বাধা দিয়েছে বিএনপির লোকেরা।” তিনি জানান, এক রিকশাওয়ালাকে ফুল নিয়ে ৩২ নম্বরে আসতে বাধা দেওয়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে যারা ফুল দিতে গিয়েছিলেন, তাদেরও চরম হেনস্তা করা হয়েছে।
তথাগত রায় অভিযোগ করেন যে, তারেক জিয়া তার নেতাকর্মীদের এমন নির্দেশ দিয়েছেন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে লেখেন, “এত ভয়! মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চেয়েছ, স্বাধীনতার জাদুঘর ভেঙেছ, বঙ্গবন্ধুর ভাস্কর্য গুঁড়ো করেছে, বীরশ্রেষ্ঠ-বীরউত্তমদের মূর্তি নিশ্চিহ্ন করেছ, মুক্তিযোদ্ধাদের স্মৃতি উড়িয়ে দিয়েছ, জাতীয় পতাকা বদলাতে চেয়েছ, জাতীয় সঙ্গীত বাজাতে দাও না, জয় বাংলা উচ্চারণ করলে গুলি করে মেরেছ, এখন মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবের মৃত্যু দিবসে শোক করতে দেবে না।”
তিনি আরও বলেন, “তারেক জিয়া এবং তার গুণ্ডাবাহিনী কার ভোটে জিততে চায়? রাজাকারদের ভোটে? দেশদ্রোহীদের ভোটে? সাধারণ জনগণ ক্ষুব্ধ। যারা আওয়ামী লীগের লোক নয়, তারাও ক্ষুব্ধ।” তথাগত রায় মনে করেন, যেকোনো মানুষের মৃত্যুতে শোক করার অধিকার সবারই থাকা উচিত, যা কেবল “রাজনীতিক নামক অমানুষরাই” চায় না।