পুকুরে ওটা কী ভাসছে..? সামনে যেতেই চমকে উঠল সকলে! অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার
August 16, 2025

শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার অন্তর্গত দয়ারামপুর এলাকার শিবপুর গ্রামে একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় গোটা গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রচুর মানুষ ভিড় করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে গ্রামের এক মহিলা প্রথম পুকুরে একটি দেহ ভাসতে দেখেন। তার চিৎকারে গ্রামের অন্য বাসিন্দারা ছুটে আসেন এবং মন্দিরবাজার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে যান এবং জলে ডুবে তার মৃত্যু হয়। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তার নাম-পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে।