শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, স্পেন থেকে ফিরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তন ছাত্র

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা চালানোর অভিযোগে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক প্রাক্তন ছাত্র। হিন্দোল মজুমদার নামের ওই গবেষককে গতকাল স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামার পর পরই কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১লা মার্চ শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর যে হামলা হয়েছিল, তার পরিকল্পনা স্পেনে বসেই হিন্দোল মজুমদার করেছিলেন। অভিযোগ উঠেছে, তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাদবপুরের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং হামলার ব্লুপ্রিন্ট তৈরি করে দেন। কোথায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ করতে হবে, এমনকি শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোর নির্দেশও তিনি দিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
হিন্দোল মজুমদার একজন অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করে সম্প্রতি দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে ৮,৫০০ কিলোমিটার দূর থেকে হামলার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এই হামলার পেছনে আরও কারা জড়িত আছে, তা খতিয়ে দেখছে।