স্বাধীনতা দিবসে উগ্রপন্থী হামলার ছক বানচাল! ত্রিপুরা পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ২

স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিপুরায় একটি বড় ধরনের উগ্রপন্থী হামলার ছক ব্যর্থ করে দিয়েছে ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। অসম থেকে পরিচালিত উগ্রপন্থী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট (TUNF) উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় নাশকতার পরিকল্পনা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করে রাজ্যে নতুন করে সন্ত্রাস এবং আতঙ্ক তৈরি করা।
পুলিশি তৎপরতা ও আটক
গোয়েন্দা বিভাগ আগে থেকেই খবর পেয়েছিল যে TUNF-এর একটি দল হামলার উদ্দেশ্যে কাঞ্চনপুরে প্রবেশ করছে। এই তথ্যের ভিত্তিতে ভাংমুন থানার পুলিশ কাঞ্চনপুর-ভাংমুন সড়কে বিশেষ ফাঁদ পাতে। ভাংমুন ইডেন লজের সামনে থেকে পুলিশ ধনঞ্জয় রিয়াং এবং সদানন্দ রিয়াং নামে দুই ব্যক্তিকে আটক করে। পুলিশ জানিয়েছে, তারা দুজনেই ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের সক্রিয় সদস্য।
তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ, মোবাইল ফোন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহৃত হয়। উত্তর ত্রিপুরা পুলিশের ভাংমুন থানার একটি দল তাদের গ্রেফতার করে মহকুমা সদরে নিয়ে যায়।
তদন্ত ও নিরাপত্তা জোরদার
উত্তর ত্রিপুরা পুলিশের সুপার অভিনেশ রাই (IPS) জানিয়েছেন, পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে। এই ঘটনায় আরও কিছু সদস্য জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। স্বাধীনতা দিবসের আগে এই ধরনের নাশকতা পরিকল্পনার খবর পেয়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।