সিঙ্গুরে নার্সের রহস্যজনক মৃত্যু, আরজি কর কাণ্ডের ছায়া, সিপিআইএম-এর বিক্ষোভ

গত বছর আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সিপিআইএম-এর ‘রাত দখলের’ ডাকে রাজ্যজুড়ে যখন উত্তেজনা, ঠিক তখনই সিঙ্গুরে এক নার্সের অস্বাভাবিক মৃত্যু নতুন করে বাম সমর্থকদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। নার্সিংহোমের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের পর পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে এবং পুলিশ দেহ লোপাটের চেষ্টা করেছে।
দেহ ঘিরে বিক্ষোভ, ‘রাত দখলের’ আবহ
সিপিআইএম-এর দলনেত্রী মীনাক্ষী মুখার্জির আহ্বানে ‘রাত দখলের’ কর্মসূচি শুরু হয়েছে রাজ্যজুড়ে। এর মধ্যেই সিঙ্গুরের এই নার্সের মৃত্যু বাম ছাত্র-যুবদের ফের পথে নামিয়েছে। গত বছর আরজি করের ঘটনার মতো, এবারও বাম সমর্থকরা নার্সিংহোমের বাইরে বিক্ষোভ শুরু করেছেন এবং পথ অবরোধ করে রেখেছেন।
সিপিআইএম হুগলি জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে একটি নার্সিংহোমের চারতলার ঘর থেকে ওই ২৪ বছর বয়সী নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা ছিলেন এবং সম্প্রতি সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে কাজ শুরু করেছিলেন।
পরিবারের অভিযোগ, খুন ও দেহ লোপাটের চেষ্টা
মৃত নার্সের বাবা অভিযোগ করে বলেন, “আমাদের বলা হয়, পুলিশ এসে দেহ নিয়ে গিয়েছে। কেন আমাদের না দেখিয়ে পুলিশ দেহ নিয়ে গেল? আমার মেয়ে কোনো দিন আত্মহত্যা করতে পারে না। আমার মেয়েকে ওরা খুন করেছে। ওই নার্সিংহোমের মালিকের শাস্তি চাই।” পরিবারের দাবি, তাদের মেয়ে আত্মহত্যা করেননি, বরং তাকে খুন করা হয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে, এটি একটি আত্মহত্যার ঘটনা।
বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করলেও, বাম সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছে প্রশাসন। এই ঘটনা ‘রাত দখলের’ আবহে আরও রাজনৈতিক উত্তেজনা যোগ করেছে।