“ইংরেজি জানাটাও খুব দরকার…”-ভাষা নিয়ে ঠিক কী বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা?

কন্যাশ্রী প্রকল্পের দ্বাদশ বর্ষপূর্তির মঞ্চ থেকে আবারও বাংলা ভাষা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বাইরে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে হেনস্থা এবং পুশব্যাক করার প্রতিবাদে তিনি বলেন, “আমি করি দেশের ও বিশ্বসেরা বাংলা।” পাশাপাশি, তিনি মাতৃভাষার মর্যাদা রক্ষা করার জন্য সবার কাছে আবেদন জানান।

মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বাংলা ভাষার মাধুর্যের প্রশংসা করে বলেন, “বাংলা ভাষার মাধুর্য কোথাও পাবেন না।” তিনি আরও বলেন যে, যদিও আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির প্রয়োজনীয়তা রয়েছে, বাংলা স্কুলেও এখন ভালো করে ইংরেজি পড়ানো হয়। তিনি বলেন, “আগে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি শেখানো বন্ধ ছিল, কিন্তু আমরা এসে তা চালু করেছি। সব ভাষাই শেখা উচিত, যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। তবে দয়া করে মাতৃভাষা, মাটি ভুলবেন না।”

কন্যাশ্রী প্রকল্পের সাফল্য:

এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান যে, বর্তমানে রাজ্যে ৯৩ লক্ষেরও বেশি কন্যাশ্রী সুবিধাভোগী রয়েছে এবং আগামী বছরের মধ্যে এই সংখ্যা ১ কোটি করার পরিকল্পনা করা হচ্ছে। আগে শুধুমাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই প্রকল্পের সুবিধা দেওয়া হতো, কিন্তু এখন কলেজের মেয়েরাও এর আওতায় এসেছেন।

ভাষা নিয়ে বিজেপির রাজনীতিকে নিশানা:

সম্প্রতি বাংলা ভাষা নিয়ে বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যের একটি পোস্টের তীব্র সমালোচনা করেন মমতা। অমিত মালব্য তার এক্স হ্যান্ডেলে দিল্লি পুলিশের একটি পদক্ষেপের সমর্থন করে লেখেন যে, ‘দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ব্যবহৃত ভাষাকে বাংলাদেশি বলে একেবারেই ঠিক কাজ করেছে।’ এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা বলে কোনো ভাষাই নেই? আরে, বাংলা ছাড়া কি ভারত হয়, না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের ভাষাকে নিয়ে খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করার চেষ্টাও করবেন না।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য বাংলা ইস্যুকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্রের মধ্যে চলমান সংঘাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।