চেক ক্লিয়ারিং-এ নতুন নিয়ম, ৪ অক্টোবর থেকে কয়েক ঘন্টাতেই জমা হবে টাকা! RBI-এর নয়া নির্দেশ

আপনার জমা দেওয়া চেক ক্লিয়ার হতে এতদিন দুই কার্যদিবস পর্যন্ত অপেক্ষা করতে হতো। এবার সেই অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) চেক ক্লিয়ারিং-এর নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। আগামী ৪ অক্টোবর থেকে চেক ক্লিয়ারিং-এর সময়সীমা দুই দিন থেকে কমিয়ে মাত্র কয়েক ঘণ্টা করা হবে, যার ফলে দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে।
চেক ট্রাঙ্কেশন সিস্টেম (CTS)-এ পরিবর্তন
আরবিআই চেক ট্রাঙ্কেশন সিস্টেম (CTS)-কে ‘কন্টিনিউয়াস ক্লিয়ারিং এবং সেটেলমেন্ট অন রিয়েলাইজেশন’ পদ্ধতিতে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে। এই নতুন ব্যবস্থা চালু হলে ব্যাঙ্কগুলোতে চেক ক্লিয়ারিং-এর প্রক্রিয়া অনেক দ্রুত হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক এই পদক্ষেপ নিয়েছে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবং লেনদেন প্রক্রিয়াকে আরও আধুনিক ও দ্রুত করার জন্য।
নতুন নিয়ম কার্যকর হবে দুই ধাপে
নতুন নিয়মটি দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপ শুরু হবে ৪ অক্টোবর, ২০২৫ থেকে এবং চলবে ৩ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত। দ্বিতীয় ধাপ শুরু হবে ৩ জানুয়ারির পর থেকে।
নতুন ব্যবস্থায়, একটি নির্দিষ্ট সময়ে চেক জমা দিতে হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেক উপস্থাপন করা যাবে। চেক গ্রহণকারী ব্যাঙ্ক তখন চেকটি স্ক্যান করে ক্লিয়ারিং হাউসে পাঠাবে। ক্লিয়ারিং হাউস সেই চেকের ছবি টাকা প্রদানকারী ব্যাঙ্কে পাঠিয়ে দেবে। এরপর, সন্ধ্যা ৭টা পর্যন্ত কনফার্মেশন সেশন চলবে, যার মধ্যে অর্থ প্রদানকারী ব্যাঙ্ককে চেকটির পজিটিভ বা নেগেটিভ কনফার্মেশন দিতে হবে। প্রতিটি চেকের একটি নির্দিষ্ট ‘আইটেম এক্সপায়ারি টাইম’ থাকবে, যার মধ্যে ব্যাঙ্ককে অবশ্যই কনফার্মেশন দিতে হবে।
দ্বিতীয় ধাপে আরও দ্রুত হবে প্রক্রিয়া
দ্বিতীয় ধাপে এই প্রক্রিয়া আরও দ্রুত হবে। তখন ‘আইটেম এক্সপায়ারি টাইম’ সন্ধ্যা ৭টা থেকে কমিয়ে মাত্র তিন ঘণ্টা করা হবে। এর অর্থ, চেক উপস্থাপনের তিন ঘণ্টার মধ্যে ব্যাঙ্ককে সেটি পরিশোধ করতে হবে। সিটিএস-এর এই নতুন আপডেটে চেক ক্লিয়ারিং-এর কাজ আরও মসৃণ ও সময়সাশ্রয়ী হবে।