২০ নম্বরের পরীক্ষায় ১৮ নম্বর কেন? পরীক্ষায় কম নম্বর দেওয়ায় শিক্ষিকাকে মারধর ছাত্রের

পরীক্ষার নম্বর কম পাওয়ায় এক ছাত্র শ্রেণিকক্ষের মধ্যেই তার গণিত শিক্ষিকাকে মারধর করেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ উথাই থানিতে। ১৭ বছর বয়সী ওই ছাত্রকে পরবর্তীতে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
গত ৫ আগস্টের এই ঘটনার সূত্রপাত হয় একটি গণিত পরীক্ষার ফলাফল নিয়ে। একাদশ শ্রেণির ওই ছাত্র ২০ নম্বরের পরীক্ষায় ১৮ নম্বর পায়, যদিও তার সব উত্তর সঠিক ছিল। ছাত্রটি তার গণিত শিক্ষিকাকে নম্বর কমানোর কারণ জিজ্ঞেস করলে শিক্ষিকা জানান, উত্তর সঠিক হলেও ছাত্রটির যতটুকু উন্নতি করা দরকার ছিল, তা না হওয়ায় দুই নম্বর কমানো হয়েছে। শিক্ষিকা তাকে অন্য শিক্ষকদের সঙ্গেও কথা বলার পরামর্শ দেন।
অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলার পর ছাত্রটি আবার শিক্ষিকার কাছে ফিরে আসে এবং নম্বর বাড়ানোর জন্য চাপ দিতে থাকে। শিক্ষিকা তাতে রাজি না হলে ছাত্রটি ক্ষিপ্ত হয়ে একটি ডেস্কে লাথি মারে। এরপর সে শিক্ষিকাকে ক্ষমা চাইতে বলে। শিক্ষিকা এতে অসম্মতি জানালে ছাত্রটি তাকে লাথি, কিল ও ঘুষি মারতে শুরু করে।
হামলার ফলে শিক্ষিকার চোখে কালশিটে দাগ পড়ে এবং মাথা ও শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে। ব্যাংকক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষিকা এই ঘটনার পর পুলিশের কাছে ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনা শিক্ষাঙ্গনের শৃঙ্খলা এবং শিক্ষক-শিক্ষিকার প্রতি শিক্ষার্থীদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।