স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও

এক গৃহবধূকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ (যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই গৃহবধূকে মারধর এবং ধাক্কা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করায় তার বাবাকেও মারধরের অভিযোগ উঠেছে।

দক্ষিণেশ্বরের বাসিন্দা রিয়া দাসের সঙ্গে উত্তর হাওড়ার সালকিয়ার শুভজিৎ হাজরার বিয়ে হয় ২০২৩ সালে। তাদের ১৪ মাসের একটি সন্তানও রয়েছে। রিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে স্বামী, শাশুড়ি এবং ননদ বিভিন্ন কারণে হেনস্থা করত।

রিয়ার দাবি, তার ননদ প্রায়শই তার স্বামীর সঙ্গে রাত পর্যন্ত গল্প করত, যার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। সম্প্রতি, রিয়াকে তার স্বামী শুভজিৎ ব্যাপক মারধর করেন। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ রিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন। তিনি আরও অভিযোগ করেন, তার বাবা এই মারধরের প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করা হয়।

এই ঘটনায় মালিপাঁচঘড়া থানায় রিয়া অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। রিয়া বলেন, “আমি খুব মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বিয়ের পর থেকেই আমার ওপর অত্যাচার শুরু হয়। আমার ননদই আমার স্বামীর মাথা খেয়েছে। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করা হতো। যখন অভিযোগ দায়ের করলাম, তখন দেখি ওরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।”

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শুভজিৎ হাজরাসহ তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় মালিপাঁচঘড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।