স্টারলিঙ্ককে টেক্কা দিতে নতুন কৌশল জিওর, সস্তায় ৫জি ইন্টারনেট আনার ঘোষণা

ইলন মাস্কের স্টারলিঙ্ক ভারতে ব্যবসা করার অনুমোদন পাওয়ার পর থেকেই টেলিকম শিল্পে নতুন প্রতিযোগিতার আবহ তৈরি হয়েছে। তবে এর মধ্যেই জিও তাদের নতুন প্রযুক্তির মাধ্যমে স্টারলিঙ্ককে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে মনে করা হচ্ছে। জিওর দাবি, তাদের ‘আনলাইসেন্সড ব্যান্ড রেডিও (UBR)’ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্রডব্যান্ডের চেয়ে অনেক বেশি কার্যকর ও সাশ্রয়ী হবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো বিশাল দেশে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছানো একটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। কিন্তু জিওর UBR ভিত্তিক ৫জি পরিষেবা অনেক কম খরচে এই সুবিধা দিতে পারবে। এর ফলে সাধারণ মানুষ কম দামে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই নতুন প্রযুক্তি স্টারলিঙ্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু হলেও তার মাসিক খরচ প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। জিও এই সুযোগকে কাজে লাগিয়ে সস্তায় ইন্টারনেট পরিষেবা দিয়ে দেশের বিশাল সংখ্যক গ্রাহকের মন জয় করতে চাইছে।
পর্যবেক্ষকদের মতে, জিও যদি সত্যিই UBR প্রযুক্তি ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে ৫জি ইন্টারনেট দিতে পারে, তাহলে এটি শুধু স্টারলিঙ্ক নয়, বরং অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারীদের জন্যও এক বড় প্রতিযোগিতা তৈরি করবে। জিওর এই নতুন পদক্ষেপ ভারতের ডিজিটাল পরিকাঠামোতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।