“কমপক্ষে ২৫ হাজার টাকা রাখতে হবে”-এবার HDFC ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের নিয়মেও বড় পরিবর্তন

আইসিআইসিআই ব্যাংকের পর এবার ন্যূনতম ব্যালেন্স নিয়ে বড় ঘোষণা করল এইচডিএফসি ব্যাঙ্ক। নতুন নিয়ম অনুযায়ী, শহর ও মহানগর এলাকার সেভিংস অ্যাকাউন্টে এখন মাসিক ন্যূনতম ২৫,০০০ টাকা ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। ১ আগস্ট ২০২৫ থেকে এই নিয়ম কার্যকর হয়েছে এবং শুধুমাত্র ওই তারিখের পরে খোলা অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে। পুরনো অ্যাকাউন্টধারীদের উপর এর প্রভাব পড়বে না।
আগে কত ছিল ন্যূনতম ব্যালেন্স?
এর আগে শহরাঞ্চলীয় শাখাগুলির জন্য ন্যূনতম ব্যালেন্স ছিল ১০,০০০ টাকা, আধা-শহরাঞ্চলে ৫,০০০ টাকা এবং গ্রামীণ এলাকায় ২,৫০০ টাকা। নতুন নিয়মে আধা-শহর ও গ্রামীণ শাখার ব্যালেন্সের সীমা অপরিবর্তিত থাকছে, তবে শহর ও মেট্রো এলাকার নতুন অ্যাকাউন্টে সীমা বেড়ে দাঁড়াচ্ছে ২৫,০০০ টাকা।
ন্যূনতম ব্যালেন্স না রাখলে জরিমানা
মাসিক গড় ব্যালেন্স যদি ২৫,০০০ টাকার নিচে নেমে যায়, তাহলে জরিমানা ধার্য হবে। শহর ও মহানগর শাখার জন্য এই জরিমানা হবে ঘাটতির ৬% বা ৬০০ টাকা, যেটি কম।
‘ক্লাসিক’ গ্রাহকদের জন্য আলাদা শর্ত
HDFC ব্যাঙ্ক ‘ক্লাসিক’ গ্রাহকদের গড় মাসিক সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্স ১ লক্ষ টাকা রাখতে হবে, অথবা গড় ত্রৈমাসিক চলতি অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা ব্যালেন্স রাখতে হবে। বেতনভোগী গ্রাহকদের ক্ষেত্রে এইচডিএফসি কর্পোরেট স্যালারি অ্যাকাউন্টে মাসিক নেট বেতন ১ লক্ষ টাকা বা তার বেশি জমা থাকতে হবে।
সরকারি বনাম বেসরকারি ব্যাংকের নীতি
যেখানে ক্যানারা ব্যাঙ্ক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতো সরকারি ব্যাংক ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা তুলে দিয়ে জরিমানা বাতিল করেছে, সেখানে বেসরকারি ব্যাঙ্কগুলি এখনও এই নিয়ম বজায় রেখেছে। HDFC ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্ত সেই ধারাকেই জোরদার করল।