স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় কড়া নিরাপত্তা, রেড রোডকে ১৩টি জোনে ভাগ

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবসকে সামনে রেখে কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে, রেড রোডের মূল অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার রেড রোড এলাকাকে মোট ১৩টি জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
আগামী ১৫ই আগস্ট সকাল থেকে রেড রোড চত্বর বিশাল পুলিশ বাহিনীর অধীনে থাকবে। যুগ্ম কমিশনার পদমর্যাদার একাধিক আধিকারিক এই নিরাপত্তার তদারকি করবেন। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে আইপিএস এবং একজন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা থাকবেন। এছাড়া, রেড রোড এবং তার আশেপাশে বেশ কয়েকটি পুলিশ বুথ স্থাপন করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আজ রাত থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং শুরু হবে। মেট্রো স্টেশনগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। রেড রোড সংলগ্ন এলাকায় ৯টি পিসিআর (Police Control Room) ভ্যান এবং ৬টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে আসা দর্শকদের গাড়ির পার্কিংয়ের জন্য ডাফরিন রোডের বাস্কেট বল গ্রাউন্ডে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ২২ এপ্রিল বৈসরণে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা এবং এরপর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির পর এটিই প্রথম ১৫ই আগস্ট, তাই নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুলিশ নিশ্চিত করতে চাইছে যে, কোনো ধরনের হুমকি বা নাশকতা যাতে সফল না হয়।