‘লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষে ছাড়া কিছু নয়’, বাঁকুড়ায় দাঁড়িয়ে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে ‘ভিক্ষে’ বলে কটাক্ষ করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিরও তীব্র সমালোচনা করেছেন। বুধবার বাঁকুড়ার একটি কর্মী সম্মেলন থেকে তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে।
বাঁকুড়ার একটি বেসরকারি লজে অনুষ্ঠিত বিজেপি কর্মী সম্মেলনে অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সম্মেলন শেষে তাঁর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার, কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।”
মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যের পর জেলা বিজেপির নেতা-কর্মীরা তাঁর পক্ষ নিয়েছেন। তাঁদের দাবি, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সাময়িক সুবিধা দিলেও, আদতে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। শুধু প্রকল্প চালু করলেই হবে না, তার সঠিক বাস্তবায়নও জরুরি—এটাই মিঠুন বোঝাতে চেয়েছেন।
অন্যদিকে, তৃণমূল এবং সিপিএম মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, “মিঠুন চক্রবর্তী জনগণের ভালোবাসায় এই জায়গায় এসেছেন। আজ তিনি বাংলার মানুষকে অপমান করছেন।”
সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় বলেন, “মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল। আসলে তৃণমূল ও বিজেপির মধ্যে ভেতরে ভেতরে সেটিং থাকলেও বাইরে তারা একে অপরের সঙ্গে লড়াইয়ের নাটক করছে। বাংলার মানুষ সবকিছুই বুঝতে পারছে।”
আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।