পুরুলিয়ায় রেললাইনে তিন দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ২, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পুরুলিয়ার সুইসা রেল লাইনের ধারে তিনটি দেহ উদ্ধারের ঘটনায় অবশেষে রহস্যের জট খুলল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুরুলিয়া রেল পুলিশ বাগমুন্ডি থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম বাবু জান মোমিন এবং বিজয় মাছুয়ার। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কাজল, রাধা এবং কাজলের মেয়ে রাখির মৃত্যুর পেছনে বাবু জান মোমিন ও বিজয় মাছুয়ারের হাত রয়েছে। নিহত কাজলের শ্বশুরবাড়ির একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন কাজল এবং রাধা। সেখানেই ইটভাটার মালিক বাবু জান মোমিনের সঙ্গে কাজলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে, বিজয় মাছুয়ারের সঙ্গেও রাধার প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশের তদন্তে আরও জানা গেছে, রবিবার বিকালে মোবাইল সারানোর কথা বলে কাজল, রাধা এবং কাজলের মেয়ে রাখি মাছুয়ার বাড়ি থেকে বের হন। তারা সুইসা বাজারে বাবু জান এবং বিজয়ের সঙ্গে দেখা করেন। এরপর তাদের রেললাইনের ধার দিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ উঠেছে, মদ্যপ অবস্থায় বাবু জান এবং বিজয় তাদের খুন করে। এরপর তারা প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহগুলো রেললাইনের ওপর রেখে পালিয়ে যায়।
পুলিশের তদন্তে উঠে এসেছে যে, বাবু জান এবং বিজয়ের মূল লক্ষ্য ছিল কাজল ও রাধাকে খুন করা। কিন্তু সাক্ষী লোপাটের জন্য তারা রাখিকে খুন করে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এসআরপি (খড়গপুর বিভাগ) দেবশ্রী সান্যাল ঘটনাস্থলে যান। তিনি মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন এবং কোনো সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে জানার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন সূত্র ধরে পুলিশি তদন্তে দ্রুত গতি আসে এবং রাতে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।