নয় বছরের অপেক্ষার অবসান, ‘ধূমকেতু’র মুক্তির আগে বড়মার আশীর্বাদ নিতে দেব-শুভশ্রী

দীর্ঘ দশ বছর পর বড়পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। তাঁদের আসন্ন ছবি ‘ধূমকেতু’র মুক্তির আগেই দর্শকদের মধ্যে যে উন্মাদনা ছড়িয়েছে, তার প্রমাণ মিলছে অগ্রিম বুকিংয়ে। বলিউডের ছবিকেও পেছনে ফেলে দিয়েছে এই জুটির ম্যাজিক। ছবিটির সাফল্য কামনা করে এবার দেব এবং শুভশ্রী একসঙ্গে পৌঁছলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে বড়মার আশীর্বাদ নিতে।

বৃহস্পতিবার ‘ধূমকেতু’ মুক্তির ঠিক আগে, এই তারকা জুটি একসঙ্গে মন্দিরে গিয়েছিলেন। শুভশ্রী পরেছিলেন লাল রঙের শাড়ি এবং দেবের পরনে ছিল লাল পাঞ্জাবি। তাঁদের পোশাকের এই ‘রং মিলান্তি’ যেন আবারও মনে করিয়ে দিল যে, তাঁদের মধ্যকার পুরনো সব অভিমান এখন অতীতের বিষয়। বড়মার সামনে বাবু হয়ে বসে তাঁরা দুজনেই প্রার্থনা করেন, ‘ধূমকেতু’ যেন বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করে। তাঁদের সঙ্গে ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

এই জুটিকে একসঙ্গে দেখে ভক্তদের নস্ট্যালজিয়া ফিরে এসেছে। গত ৪ আগস্ট নজরুল মঞ্চে ‘ধূমকেতু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠানে নয় বছর পর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেদিনও তাঁরা দুজনেই কালো পোশাকে সেজেছিলেন। তাঁদের হাত মেলানো এবং একে অপরের দিকে তাকিয়ে হাসার দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ বিরতির পর আবারও তাঁদের জুটির সেই পুরোনো জাদু ফিরে আসার অপেক্ষায় অধীর আগ্রহে রয়েছে দর্শকরা।

১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। মুক্তির আগেই ছবির অগ্রিম বুকিং-এর সাফল্য প্রমাণ করে দিয়েছে যে, টলিউডে এখনও এই জুটির জনপ্রিয়তা শীর্ষে। এই ছবির মাধ্যমে তাঁদের সম্পর্কের নতুন ‘চ্যালেঞ্জ’ এবং অতীতের ম্যাজিককে নতুন করে দেখার জন্য মুখিয়ে আছেন অনুরাগীরা।