পুরীর জগন্নাথ মন্দিরে হামলার হুমকির জেরে দিঘায় সতর্কতা জারি

স্বাধীনতা দিবসের ঠিক আগে পুরীর জগন্নাথ মন্দিরে হামলার হুমকির খবর ছড়িয়ে পড়তেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সমুদ্র সৈকতের শহর দিঘার জগন্নাথধাম মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার পুরীর জগন্নাথ মন্দিরের কাছে মা বুধি ঠাকুরাণী মন্দিরের দেওয়ালে ওড়িয়া ভাষায় হাতে লেখা একটি হুমকি বার্তা নজরে আসে। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, “জঙ্গিরা জগন্নাথ মন্দির ধ্বংস করে দেবে।” এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং পুলিশকে জানানো হয়।

পুরীর এই খবর প্রকাশ্যে আসার পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন কোনো ঝুঁকি নিতে চায়নি। দিঘা থানা, মোহনা থানা এবং দিঘার জগনাথধাম ফাঁড়িকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে দিঘার মন্দিরের চারপাশে এখন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে।

অন্যদিকে, পুরীর এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে একজন যুবককে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে সে একাই এই কাজ করেছে নাকি এর পেছনে কোনো বড় চক্র জড়িত। মন্দির চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্বাধীনতা দিবস সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে পুরীর মতো ধর্মীয় স্থানে হামলার হুমকি দেওয়ার ঘটনা প্রশাসনকে আরও সতর্ক করে দিয়েছে। দিঘার জগনাথধাম মন্দিরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে কড়া নজরদারি রাখা হচ্ছে।