উরিতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ এক জওয়ান

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানি সেনার সহায়তায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। বুধবার বারামুল্লা জেলার উরি সেক্টরের টিক্কা পোস্ট এলাকায় এই ঘটনা ঘটে। তবে জঙ্গিদের সঙ্গে চলা গুলির লড়াইয়ে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকালে জঙ্গিরা নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। বিষয়টি নজরে আসতেই ভারতীয় জওয়ানরা দ্রুত ব্যবস্থা নেন এবং জঙ্গিদের মোকাবিলা করেন। দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। এই সংঘর্ষে একজন ভারতীয় জওয়ান শহিদ হন।
সেনার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে বানচাল করা হয়েছে এবং ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, “সম্প্রতি এই এলাকায় আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছিল।” গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার সুযোগ নিয়ে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (BAT) জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করছে।
এই নিয়ে গত দু’দিনে বারামুল্লা জেলায় দ্বিতীয়বার জওয়ান শহিদ হলেন। মঙ্গলবার বারামুল্লাতেই একটি অভিযানে জওয়ান বানোথ অনিল কুমার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছিলেন। সেনার চিনার কর্পসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ ভারত বিশ্ব মঞ্চে তুলে ধরার পর এবং পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়ার পরেও সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা প্রমাণ করে যে পাকিস্তান এখনও তাদের সন্ত্রাসবাদে মদত দেওয়া নীতি থেকে সরে আসেনি। তবে ভারতীয় সেনা যে কোনো মূল্যে এমন প্রচেষ্টা রুখে দিতে প্রস্তুত, এই ঘটনাই তার স্পষ্ট প্রমাণ।