‘এক বিন্দু জলও কেড়ে নিতে পারবেন না’, সিন্ধুর জল নিয়ে ভারতকে ফের হুমকি পাকিস্তানের

সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়ায় ভারতের বিরুদ্ধে আবারও কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। এবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরাসরি হুমকি দিয়ে বলেছেন, পাকিস্তানের প্রাপ্য জলের এক বিন্দুও ভারত কেড়ে নিতে পারবে না। এই ইস্যুতে পাক প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন।
সম্প্রতি পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদের জল সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এরপর থেকেই পাকিস্তান জল পুনরায় চালু করার জন্য বারবার অনুরোধ জানিয়ে আসছে। তবে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে সিন্ধু নদের এক বিন্দু জলও দেওয়া হবে না।
ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আমি শত্রুদের (ভারতের দিকে ইঙ্গিত করে) বলতে চাই, যদি আমাদের জল আটকে রাখার হুমকি দেন, তবে মনে রাখবেন পাকিস্তান থেকে এক বিন্দু জলও কেড়ে নিতে পারবেন না। যদি এই চেষ্টা করেন, তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা জন্মেও ভুলতে পারবেন না।” তিনি সিন্ধুর জলকে পাকিস্তানের ‘রক্ত’ বলে অভিহিত করেন এবং বলেন যে পাকিস্তানের অধিকার নিয়ে কোনো আপস করা হবে না।
পাকিস্তানের এই হুমকি নতুন নয়। এর আগে পাক সেনা প্রধান আসিম মুনিরও একই সুরে কথা বলেছিলেন। তিনি হুমকি দিয়েছিলেন, “সিন্ধু নদের উপর ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা ১০টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব।” তিনি আরও বলেন, “সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়… আমাদের মিসাইলের অভাব নেই।”
চলতি সপ্তাহের সোমবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারতকে সিন্ধু জলচুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ জানায়। অন্যদিকে, পাক নেতা বিলাওয়াল ভুট্টোও ভারতকে এই পদক্ষেপের জন্য দায়ী করে বলেন যে এর ফলে পাকিস্তানের বড় ক্ষতি হয়েছে। তিনি সমস্ত পাকিস্তানিকে প্রধানমন্ত্রী নরীর বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানান।
সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান এই উত্তেজনা দুই দেশের সম্পর্কে আরও জটিলতা বাড়াচ্ছে। ভারতের কঠোর অবস্থানে পাকিস্তান যে ক্রমশ কোণঠাসা হচ্ছে, তা এই ধরনের হুমকি থেকেই স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।