কিংবদন্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় প্রয়াত, টলিউডে শোকের ছায়া

বাংলা অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় আর নেই। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এই গুণী অভিনেত্রীর প্রয়াণে টলিউড জগতে শোকের ছায়া নেমে এসেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাসন্তী চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু আমাদের শিল্প ও বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তার পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”
গত প্রায় এক বছর ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ক্যানসার এবং কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ১০ মাস আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছিলেন এবং স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এল এল বি’-এর শুটিংও করছিলেন। কিন্তু মঙ্গলবার হঠাৎই তার জীবনাবসান হয়।
জীবনের শেষ দিন পর্যন্ত বাসন্তী চট্টোপাধ্যায় কাজের প্রতি তার নিষ্ঠা এবং ভালোবাসা বজায় রেখেছিলেন। গুরুতর অসুস্থতা এবং ওষুধের জন্য নিয়মিত বিপুল খরচ সত্ত্বেও তিনি শুটিং ফ্লোরে নিয়মিত যাতায়াত করতেন। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় একাধিকবার সামাজিক মাধ্যমে বাসন্তী দেবীর অসুস্থতার খবর জানিয়েছিলেন এবং ইন্ডাস্ট্রির বহু মানুষ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার মৃত্যুতে ভাস্বরও গভীর শোকাহত।
টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি বাসন্তী চট্টোপাধ্যায় বহু কালজয়ী বাংলা ছবিতেও অভিনয় করেছেন। ‘ঠগিনী’ এবং ‘আমি সে ও সখা’ এর মতো সিনেমায় তার অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে টলিউড ইন্ডাস্ট্রি এক অপূরণীয় ক্ষতিতে শোকে মুহ্যমান।