স্বাধীনতা দিবসে মাংস নিষেধাজ্ঞাকে ‘ভুল’ বলে সমালোচনা করলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী

স্বাধীনতা দিবসে মাংস বিক্রি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে বিতর্ক ক্রমশ বাড়ছে। এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি এবং শিবসেনার আদিত্য ঠাকরের পর এবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও এই নিষেধাজ্ঞাকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পর বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

থানের কল্যাণ-ডম্বিভলি পুরসভা একটি নির্দেশ জারি করে ১৫ই আগস্ট এবং ২০ই আগস্ট সব কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। ১৫ই আগস্ট জন্মাষ্টমী এবং ২০ই আগস্ট জৈনদের পর্যুষণ পর্ব উপলক্ষে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করে অজিত পাওয়ার বলেছেন, “এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা ভুল। বড় শহরগুলোতে নানা জাতি ও ধর্মের মানুষ বাস করেন। মানুষ আবেগের কারণে হয়তো একদিনের জন্য এমন নিষেধাজ্ঞা মেনে নিতে পারেন, কিন্তু স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় উৎসবে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হলে তা মেনে নেওয়া কঠিন।”

এর আগে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিও এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলেন, “মাংস খাওয়ার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের কী সম্পর্ক? মাংস নিষিদ্ধ করার অর্থ মানুষের স্বাধীনতা, গোপনীয়তা, জীবনযাপন এবং সংস্কৃতির অধিকার হরণ করা।”

শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তার মুখপাত্র অরুণ সাওয়ান্ত বলেছিলেন যে, মহারাষ্ট্রের বিজেপি, শিবসেনা এবং এনসিপি জোট সরকার কখনোই এ ধরনের সিদ্ধান্তকে সমর্থন করে না।

এই ইস্যুতে সরকারি জোটের মধ্যেই ভিন্ন মত প্রকাশ পাওয়ায় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।