‘অভয়ার বাবা-মা’কে নিরাপত্তা দিতে হবে!’ শাসক দলকে তীব্র কটাক্ষ অর্জুন সিংয়ের, দেখুন কী বলছে?

নবান্ন অভিযানে পুলিশকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন অর্জুন সিং ঘনিষ্ঠ চন্দন গুপ্ত। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি চন্দন গুপ্তের গ্রেফতারির নিন্দা করেছেন এবং একই সঙ্গে অভয়া নামে এক নিহত নাবালিকার বাবা-মাকে ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।
নবান্ন অভিযান ও গ্রেফতার
সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়া এবং হেনস্থা করার অভিযোগে চন্দন গুপ্তকে গ্রেফতার করা হয়। চন্দন গুপ্তকে অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। তার গ্রেফতারি নিয়ে অর্জুন সিং বলেন, “শাসক দল পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলায় আমাদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
অভয়ার পরিবারের জন্য নিরাপত্তা দাবি
এই ঘটনার পাশাপাশি অর্জুন সিং নিহত নাবালিকা অভয়ার বাবা-মাকে ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেন, “ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের জীবনের ওপর হুমকি রয়েছে। তাই সরকারের উচিত তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া।”
অর্জুন সিংয়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শাসক দল এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এই গ্রেফতার এবং নিরাপত্তার আবেদনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।