পার্টিতে ‘মদ্যপান’ করে বেসামাল ঐশ্বর্য, সামলাতে ব্যস্ত অমিতাভ! তারপর যা ঘটেছিল…..

বচ্চন পরিবারের পুত্রবধূ এবং বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের জীবন নিয়ে বিতর্ক নতুন নয়। গত এক বছরে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে নানা খবর সামনে এসেছে। এই সময়েই পুরোনো একটি ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঐশ্বর্য এবং শ্বশুর অমিতাভ বচ্চনের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ঐশ্বর্য নিজেকে সামলাতে পারছেন না এবং তাঁকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছেন অমিতাভ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি পার্টিতে ঐশ্বর্য ‘মদ্যপ’ অবস্থায় ছিলেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এই অবস্থায় অমিতাভ তাঁকে জাপটে ধরে ভিড়ের মধ্যে থেকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ঐশ্বর্যের কিছু আচরণ ক্যামেরায় ধরা পড়ে, যা এখনো নেটিজেনদের মধ্যে ঘুরছে। এই ভিডিওটি আবারও অমিতাভ এবং ঐশ্বর্যের সম্পর্ক নিয়ে পুরোনো জল্পনাকে উস্কে দিয়েছে।

এর আগেও ‘কাজরারে’ গান এবং কিছু অতিরিক্ত ঘনিষ্ঠ ছবি নিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে নানা খবর সামনে এসেছিল। তবে এই ভিডিওতে ঐশ্বর্যকে অমিতাভকে চুম্বন করতে এবং জাপটে ধরতে দেখা যায়। সেই সময় অমিতাভকে ক্যামেরার সামনে ঐশ্বর্যকে বলতে শোনা যায়, “আরাধ্যার মতো আচরণ করো না।” অনেকের মতে, ঐশ্বর্য সেদিন স্বাভাবিক অবস্থায় ছিলেন না।

যদিও এই পুরোনো ভিডিও নিয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি এবং বর্তমানে সব জল্পনার অবসান হয়েছে, তবুও এই ধরনের ভিডিওগুলো মাঝে মাঝেই সামনে এসে বচ্চন পরিবারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তোলে। এই বিতর্কিত খবরগুলো ঐশ্বর্য ও অমিতাভের সম্পর্ক নিয়ে একসময় অনেক কলঙ্ক তৈরি করেছিল।