পুলিশ দেখা মাত্রই দৌড়, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ব্যক্তি.., খাস কলকাতায় সাংঘাতিক কাণ্ড!

বেলেঘাটা থেকে আগ্নেয়াস্ত্র সহ পঙ্কজ বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল ৭:০৫ নাগাদ শিয়ালদহ কোর্ট কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। ধৃতের কাছ থেকে একটি দেশি সিঙ্গেল শট শায়ার বন্দুক উদ্ধার করা হয়েছে। ট্যাংরার পটারি রোডের বাসিন্দা পঙ্কজ বিশ্বাসের এই ঘটনায় আরও তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

কীভাবে ধরা পড়লো অভিযুক্ত?
সকাল ৫:৪০ মিনিটে শিয়ালদহ কোর্ট কমপ্লেক্সের সামনে কর্তব্যরত হোমগার্ড সুজিত খারা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দ্রুত চলে যেতে দেখেন। লোকটির টি-শার্টের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে থাকতে দেখে সুজিত খারা এবং সিভিক ভলান্টিয়ার রণবীর সিং তাকে আটকান। তাদের তল্লাশির পর তার কোমর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই তারা ঘটনাস্থলে কর্তব্যরত সার্জেন্ট হিরণ্ময় সরকারকে বিষয়টি জানান। সার্জেন্ট হিরণ্ময় সরকার অভিযুক্তকে এন্টালি থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করেন।

পুলিশি তদন্ত শুরু
এন্টালি থানার পুলিশ পঙ্কজ বিশ্বাসকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ এখন তদন্ত করে দেখছে যে কীভাবে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এলো এবং কী উদ্দেশ্যে সে এটি নিয়ে ঘোরাফেরা করছিল। অভিযুক্তের বাড়ি ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।