একই ঘরে চলছে চার শ্রেণির ক্লাস! ‘আজব’ পরিস্থিতি রাজ্যের এই স্কুলে, জানুন বিস্তারে

মালদহের হবিবপুর ব্লকের দমদমা প্রাথমিক বিদ্যালয়ে এক অদ্ভুত পরিস্থিতি দেখা গেছে। স্কুলের নতুন ভবন নির্মাণের কাজ শেষ না হওয়ায় একটি মাত্র ক্লাসঘরেই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চারটি ক্লাসের ছাত্রছাত্রীদের বসানো হচ্ছে। একইসঙ্গে চার ক্লাসের পড়াশোনা চলায় শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের চরম অসুবিধায় পড়তে হচ্ছে।

কেন এই পরিস্থিতি?
বিদ্যালয় ভবনে নতুন দুটি কক্ষ তৈরির কাজ শুরু হয়েছিল এক বছর আগে। কিন্তু অজানা কারণে সেই নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে। প্রধান শিক্ষক জগদীশ দাস জানান, শ্রেণিকক্ষের অভাবে স্কুল চালাতে খুব সমস্যা হচ্ছে এবং অনেক সময় বারান্দাতেও ক্লাস নিতে হয়। তিনি আরও বলেন, এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একই ঘরে এতগুলো ক্লাস চলায় পড়ুয়ারা যেমন মনোযোগ দিতে পারছে না, তেমনি শিক্ষকদেরও পাঠদান করতে অসুবিধা হচ্ছে।

দ্রুত সমাধানের আশ্বাস
এই বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল বলেন, নির্মাণ কাজের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন যে, আগামী ২০ দিনের মধ্যে কাজ সম্পন্ন হলে এই সমস্যার সমাধান হবে। নতুন ভবন তৈরির উদ্দেশ্য ছাত্রদের সুবিধা হলেও, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ আটকে থাকায় উল্টো ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ঘটনা জেলার শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে।