ফের নিম্নচাপ? ভারী বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! ফের দুর্যোগের আশঙ্কা

বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে আজ বুধবার, যার জেরে ফের একবার প্রবল বর্ষণে ভিজতে পারে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও টানা বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ তৈরির আশঙ্কায় উপকূলীয় দুই জেলার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া, কলকাতা-সহ হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আজ বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, নিম্নচাপ তৈরি হলে বর্ষণের পরিমাণ অনেকটাই বাড়বে।

এদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বিকেলের পর বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্র এবং শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমবে।