“মমতার দমে অভিষেক এত লাফাচ্ছে”, SIR প্রসঙ্গে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রসঙ্গে এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “বাংলার বা দেশের রাজনীতি নিয়ে অভিষেকের কোনো ধারণাই নেই।” তিনি আরও বলেন যে, “মমতার দমে অভিষেক এত লাফাচ্ছে।”

সুকান্ত মজুমদার অভিযোগ করেন যে, ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছে। তিনি বলেন, “যদি ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বের হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইস্তফা দেবেন।” তিনি ইঙ্গিত দেন যে তৃণমূল সরকার ভুয়ো ভোটারদের ওপর নির্ভর করে রাজনীতি করে।

সম্প্রতি, নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়েছে। এই প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলো, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। তাদের দাবি, এসআইআর-এর নামে ইচ্ছাকৃতভাবে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার পাল্টা অভিযোগ করে বলেন, “ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হলে তৃণমূলের ভোটব্যাঙ্কে প্রভাব পড়বে, তাই তারা এই প্রক্রিয়ার বিরোধিতা করছে।” তিনি আরও বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করছেন, কারণ তিনি তাঁর দলের দুর্বলতা জানেন।”

সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ যে আরও বাড়বে, তা সহজেই অনুমান করা যায়।